• ঢাকা
  • সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আজ থেকে ট্রেনে ভাড়া বাড়ছে 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:০৯ পিএম
আজ থেকে ভাড়া বাড়ছে 
ট্রেন

নিউজ ডেস্ক : রেয়াত প্রত্যাহার করায় দূরত্ব ও সেকশনভিত্তিক ট্রেনের ভাড়া বেড়েছে।  শনিবার থেকে রুট ভেদে ভাড়া বাড়ছে ৭-৯ শতাংশ। এছাড়া বাড়ছে কনটেইনার পরিবহন ভাড়াও। 

জানা গেছে, শনিবার থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেনে ভ্রমণের জন্য আসন কিনতে হবে রেয়াত সুবিধা ছাড়াই। গত বুধবার থেকে শনিবারের আসন বিক্রি শুরু হয়েছে। কারণ ট্রেন ভ্রমণের ১০ দিন আগে  বাংলাদেশ রেলওয়ে অগ্রিম আসন বিক্রি করে থাকে। 

রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানিয়েছেন, রেলের লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। অন্যথায় রেলসেবার মান উন্নয়ন করা সম্ভব নয়। রেয়াতি সুবিধা দেওয়ার ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাতে হচ্ছে। রেয়াতি সুবিধা বাতিলের কারণে বছরে প্রায় ৩০০ কোটি টাকা আয় হবে রেলের।

নিয়ম অনুযায়ী,  বর্তমানে গন্তব্যভেদে ২০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ ৩০০ এবং কেবিনের ভাড়া বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত। ২০ শতাংশ ১০১ থেকে ২৫০ কিলোমিটার ভ্রমণে, ২৫ শতাংশ ২৫১ থেকে ৪০০ কিলোমিটার ভ্রমণে এবং ৩০ শতাংশ ছাড় পেতেন বেশি দূরত্বের জন্য রেলের যাত্রীরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image