• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি, বিএনপি নেতাদের তালিকা ধরে ধরে দাঁতভাঙা জবাব দেওয়া হবে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:২২ পিএম
বিএনপি,নেতাদের,সতর্ক
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেয়াদবির জন্য বিএনপি নেতাদের তালিকা ধরে ধরে জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

বিএনপি নেতাদের সতর্ক করে কাদের বলেন, ‘নেতাদের নামে বেয়াদবি এবং নোংরা ভাষা ব্যবহার করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

আওয়ামী লীগকে বটবৃক্ষের সঙ্গে তুলনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলা সম্ভব না।’

নিজের প্রিয় স্লোগান ‘খেলা হবে’ আবারও উচ্চারণ করেন। তিনি বলেন, ‘এখন সেমিফাইনাল চলছে। আগামী বছর ডিসেম্বর-জানুয়ারিতে আসল খেলা হবে।’

এ সময় বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির সংসদ থেকে পদত্যাগ সিন্ধুর মাঝে বিন্দু। এতে সংসদ অচল হবে না। এই বুদ্ধি যারা দিয়েছেন তারা অচিরেই পস্তাবেন।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন,‘পতন যখন শুরু হয় তখন মানুষ ইচ্ছার বাইরেও ভুল করে। বিএনপির সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্তও ভুল।’

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিনকে সভাপতি ও অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন ওবায়দুল কাদের।

নিউজডেস্ক২৪/এম আর

 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image