• ঢাকা
  • রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পুলিশ পূর্ণরূপে ফিরে আসতে কিছুটা সময় লাগবে: ডিএমপি কমিশনার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৪ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৪৩ পিএম
কিছু অপেশাদার পুলিশ কর্মকর্তা ও সদস্য, আস্থার সংকট, ডিএমপি কমিশনার
অপেশাদার পুলিশ সদস্য, আস্থার সংকট, ডিএমপি কমিশনার

কিছু অপেশাদার পুলিশ কর্মকর্তা সদস্যদের চরম উচ্ছৃঙ্খল আচরণের কারণেই জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান।

শনিবার (২৪ আগস্ট) রাজধানীর ডিএমপি সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে অপেশাদার পুলিশ সদস্যদের কারণে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তা নিয়ে প্রশ্ন করা হয় তাকে। উত্তরে তিনি বলেন, অনেকের নামে মামলা দায়ের হয়েছে আর আইনগত বিষয়টি চলমান প্রক্রিয়া।

ডিএমপি কমিশনার অভিযুক্ত পুলিশ সদস্য কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেয়ারও আশ্বাস দিয়েছেন।পুলিশের কাজ হবে এখন থেকে পেশাদার। কে কোন জেলা থেকে এসেছেন সেটি আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়।

আন্দোলনে অনেকে লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে অভ্যুত্থান দমনের অপচেষ্টা করেছেন। সেগুলো খুঁজে বের করার চেষ্টা চলছে। ছাড়া নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ৫০টি থানার মধ্যে ২২টি পুড়েছে, অনেক পুলিশ আহত-নিহত হয়েছে। যার জন্য এখনও অনেকটা আতঙ্কে আছে বাহিনী। তাই পুলিশ পূর্ণরূপে ফিরে আসতে কিছুটা সময় লাগবে।

 

 

ঢাকানিউজ২৪.কম / এস

আরো পড়ুন

banner image
banner image