ঢাকা  মঙ্গলবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাঅ্যাথলেটদের বিদেশেও সেরা হওয়ার প্রস্তুতি

অ্যাথলেটদের বিদেশেও সেরা হওয়ার প্রস্তুতি

নিউজ ডেস্ক:  এ বছরের মে মাসে ভারতে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ। কদিন আগে জাতীয় স্টেডিয়ামে হওয়া ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে ভালো করা অ্যাথলেটরাই এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর আগে আগামীকাল ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে ২৭ দিনের জাতীয় অ্যাথলেটিকস প্রশিক্ষণ ক্যাম্প। ক্যাম্পের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর ৭ জন করে মোট ১৪ অ্যাথলেট।

সাউথ এশিয়ান অ্যাথলেটিকস আর ওয়ার্ল্ড ইনডোরকে সামনে রেখে এমন প্রশিক্ষণ ক্যাম্প শুরু করলেও এর মধ্যেই এসএ গেমসের প্রস্তুতিটা এগিয়ে রাখতে চান অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম, ‘আমরা ৬ মার্চ ক্যাম্প শুরু করব। সেখানে জহিরও থাকবে। পাশাপাশি আরও কয়েকজন অ্যাথলেটও থাকবে। এখন আমরা সাউথ এশিয়ান অ্যাথলেটিকস টার্গেট করে ক্যাম্প করব। এর মধ্যে এসএ গেমসেরও একটা প্রস্তুতি হয়ে যাবে।’

গত সোমবার দুই বাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সচিবকে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করা হয়। যেখানে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের জন্য ডাকা হয়েছে দ্রুততম মানব ইসমাইল হোসেন, ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হওয়া রাকিবুল হাসান ও জুবাইল ইসলামকে। ৪০০ মিটারে ডাক পেয়েছেন বর্তমান এক নম্বর জহির রায়হান।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে অনুমিতভাবেই আছেন ১৬ বারের জাতীয় চ্যাম্পিয়ন শিরিন আক্তার। তাঁর সঙ্গে ক্যাম্পে ডাক পেয়েছেন সুমাইয়া দেওয়ান। এদিকে লং জাম্প ইভেন্টের জন্য নির্বাচিত হয়েছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার ও সেনাবাহিনীর মাসুদ রানা। দুজনই এবারের জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী। আর হাই জাম্পের জন্য নৌবাহিনীর মাহফুজুর রহমান, সেনাবাহিনীর রিতু আক্তারকে রাখা হয়েছে।

৪৮তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার হার্ডলসে ৩১ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছিলেন সেনাবাহিনীর নাজিমুল হোসেন। তাঁর পাশাপাশি এই ইভেন্টে সেনাবাহিনীর অ্যাথলেট মাসুদ রানাও ডাক পেয়েছেন এই ক্যাম্পে। এ ছাড়া ১১০ মিটার হার্ডলসে সেনাবাহিনীর তানভীর ফয়সাল ও ম্যারাথনে সোনাজয়ী অ্যাথলেট আল আমিনও আছেন।

৪০০ মিটারে দেশসেরা জহির সামনের প্রতিযোগিতাগুলোতে ছাড়িয়ে যেতে চান নিজেকে, ‘আমাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। মার্চে আমি ওয়ার্ল্ড ইনডোরে যাচ্ছি। এরপর মে মাসে সাউথ এশিয়ান অ্যাথলেটিকস। আপনারা জানেন আমাদের অনেক সীমাবদ্ধতা। তবু চেষ্টা করব দেশকে ভালো কিছু উপহার দিতে। আগের চেয়ে আরও ভালো করতে।’

দ্রুততম মানব ইসমাইলের প্রত্যাশা ক্যাম্পের এই সময়টা কাজে লাগিয়ে টাইমিংয়ে আরও উন্নতি করা, ‘জাতীয় চ্যাম্পিয়নশিপে যে টাইমিং ছিল, এর চেয়ে ভালো কিছু করার চেষ্টা করব।’

প্রথমবার জাতীয় অ্যাথলেটিকসের ক্যাম্পে ডাক পেয়ে রোমাঞ্চিত নাজিমুল তো ভারত থেকে সোনার পদক নিয়ে ফিরতে চাওয়ার ঘোষণাই দিয়ে দিলেন, ‘প্রথমবার ক্যাম্পে ডাক পেলাম। খুব ভালো লাগছে। এবার ভালোভাবে প্রস্তুতি নিয়ে ভারতে সোনা জিততে চাই।’

রাকিবুলের চাওয়া, এই ক্যাম্পটা যেন এসএ গেমসের আগপর্যন্ত চলে, ‘আমাদের প্রথম লক্ষ্য সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিকসে ভালো করা। যদি ক্যাম্পটা দীর্ঘ করা যায়, তাহলে এসএ গেমসের জন্যও দারুণ একটা প্রস্তুতি হবে। তখন সোনা জয়ের প্রত্যাশা করতেই পারব।’

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, মে মাসের ৩ থেকে ৫ তারিখ ভারতের রাঁচিতে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর। ১৯৯৭ সালে এ প্রতিযোগিতার প্রথম আসর বসে নেপালে। এরপর ১৯৯৮ সালে দ্বিতীয় আসর, সর্বশেষ তৃতীয় আসর হয় ২০০৮ সালে ভারতে। দীর্ঘ ১৭ বছর পর আবার ভারতেই ফিরে এসেছে টুর্নামেন্টটি।

সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের এবারের আসরে স্বাগতিক ভারত ছাড়াও অংশ নেবে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ। আগের তিন আসরের মধ্যে সর্বশেষ ২০০৮ সালে অংশ নিয়েছিল বাংলাদেশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular