ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়আটোয়ারীতে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর অন্যত্রে বদলী হওয়ায় আটোয়ারীতে তাঁর শেষ কর্মদিবসে উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিদায়ী ইউএনও’র সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার আইন-শৃঙ্খলা, বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও বিদায়ী ইউএনও’র আটোয়ারীতে অল্পসময়ের কর্মকালের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলার স্বাস্থ্য প্রশাসক, অতিরিক্ত কৃষি অফিসার, মৎস্য অফিসার,উপজেলা প্রকৌশলী, জনস্বাস্থ্য বিভাগের উপ সহকারী প্রকৌশলী, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার, পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম, নির্বাচন অফিসার, খাদ্য নিয়ন্ত্রক , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, আটোয়ারী থানার সেকেন্ড অফিসার, বর্ষালুপাড়া বিজিবি কোম্পানী কমান্ডারসহ গণমাধ্যমকর্মীগণ।

বক্তারা ইউএনও’র কর্মস্প্রীহার স্মৃতিচারণ করে বলেন, ইউএনও শাফিউল মাজলুবিন রহমান ছিলেন অল রাউন্ডার ব্যক্তি। তিনি রাষ্ট্রীয় দায়ীত্ব পালনের পাশাপাশি একজন সঙ্গীত শিল্পী,ক্রীড়ানুরাগী , হাস্যোজ্জল জনবান্ধব মানুষ। ইউএনও’র অপ্রত্যাশিত বদলী আটোয়ারী উপজেলার উন্নয়নমূলক কাজের অদম্য গতির ক্ষতির কারণ হতে পারে।

ইউএনও তার বক্তব্যে বলেন, আটোয়ারীতে আমি প্রথম ইউএনও হিসেবে যোগদান করি। আমার ই”ছা ছিল ইউএনও হিসেবে পিছিয়ে পড়া এই আটোয়ারীকে মানসম্পন্ন একটি আধুনিকমানের উপজেলায় রূপান্তর করার। কাজ শুরু করেছি, পরবর্তীতে যে ইউএনও আসবেন তার প্রচেষ্টায় আরো অনেক উন্নয়নমূলক কাজ হবে।

তিনি বলেন, সবাই দোয়া করবেন, আমি যেন সততার সাথে সরকারের প্রতিনিধি হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি। তিনি উপজেলায় বিভিন্ন কাজের প্রকল্প ও বরাদ্দসমুহ উম্মুক্ত করে বক্তব্য রাখেন। চাকুরী জীবনে বদলী বার বার আসবে, এটাই স্বাভাবিক। যেখানেই থাকবো রাস্ট্রের প্রতিনিধি হয়েই কাজ করব এও বলেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular