নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে সরকারের বিশাল সিন্ডিকেট। আমরা একটি নির্বাচিত সরকার চাইছি। নির্বাচনী রোডম্যাপ দিলে সব অপকর্ম বন্ধ হয়ে যাবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া ও প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ সরকারের ব্যর্থতাকে কাজে লাগিয়ে গভীর চক্রান্ত করছে স্বৈরাচারের দোসররা। সংস্কার একটি অব্যাহত কর্মসূচি। এটা একদিনে শেষ হওয়ার কথা নয়। সরকারের নির্দিষ্ট মেয়াদ রয়েছে, অনন্তকাল থাকা যায় না।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নিজাম উদ্দিন চৌধুরী, ফখরুল ইসলাম স্বপন, কেয়ার এডুকেশন সোসাইটির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মাইজদী শাখা ম্যানেজার মোহাম্মদ বাহার উদ্দিন প্রমুখ।