
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার বিষয়ে আবার আশ্বস্ত করতে ইউক্রেন সফরে গেছেন।
সোমবার (২০ নভেম্বর) এই অঘোষিত সফরে যান তিনি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দ্বিতীয়বারের মতো কিয়েভে গেলেন তিনি। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ইউক্রেনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং দেশটির মুক্তির লড়াইয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করতে সোমবার কিয়েভ সফর করছেন অস্টিন। নিরাপত্তার কারণে সফরের বিষয়টি আগে থেকে ঘোষণা দেয়া হয়নি।
আরও বলা হয়, ‘রুশ আগ্রাসন থেকে আত্মরক্ষায় ইউক্রেনকে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।’
ঢাকানিউজ২৪.কম / কে এন
আপনার মতামত লিখুন: