ঢাকা  শুক্রবার, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদিনাজপুরদিনাজপুর-৬: বিএনপি, জামায়াত ও এবি পার্টির তীব্র ত্রিমুখী লড়াই

দিনাজপুর-৬: বিএনপি, জামায়াত ও এবি পার্টির তীব্র ত্রিমুখী লড়াই

নিউজ ডেস্ক : আসন্ন সংসদীয় নির্বাচন লড়াইয়ে দিনাজপুর-৬ (হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-বিরামপুর) আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির মধ্যে তীব্র ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখা দিচ্ছে। বিভিন্ন দলীয় সূত্র ও স্থানীয় বিশ্লেষকদের মতে এই ত্রিমুখী লড়াই ভোটের সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন এনে দিতে পারে।

বিএনপির শক্ত প্রার্থী হিসেবে নেমেছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জামায়াত থেকে মাঠে রয়েছেন মজলিসে শুরা সদস্য মো. আনোয়ারুল ইসলাম, এবং এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক নিজ দলের পতাকা নিয়ে নির্বাচনী ময়দানে উপস্থিত। প্রত্যেক প্রার্থী নিজ নিজ অঞ্চলে ইতোমধ্যে গণসংযোগ ও জনমত সংগ্রহ শুরু করেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে দিনাজপুর-৬ আসনটি দুইদলীয়—বিএনপি ও জামায়াত—প্রভাবশালী অঞ্চল হিসেবে পরিচিত; কিন্তু এবি পার্টির অংশগ্রহণে ভোট ভাগাভাগির আশঙ্কা বেড়ে গেছে, যা নির্বাচনী ফলাফলকে অনিশ্চিত করে তুলতে পারে। অতীতের পরিসংখ্যান অনুযায়ী এই আসনে জামায়াত দুইবার, বিএনপি একবার এবং আওয়ামী লীগ পাঁচবার জয়ী হয়েছে—এই ঐতিহাসিক প্রেক্ষাপটও এবারের লড়াইয়ের ভাবমূর্তি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাম্পেইন পর্যবেক্ষণে দেখা গেছে—বিএনপি স্থানীয় উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও ইউনিয়নভিত্তিক কর্মীসভা জোরদার করেছে; জামায়াত স্থানীয় সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে সমর্থন জোগাচ্ছে; আর এবি পার্টি নতুন বার্তা নিয়ে তরুণ ভোটার ও নিরাশ নিরপেক্ষদের টার্গেট করছে। এ কারণে ভোটার মনুষ্যত্ব কাদের পৌঁছায়—সেই প্রভাব নির্ধারণ করবে আসল ফলাফল।

নির্বাচনী দিন যতই নিকটে আসবে, এলাকায় রাজনৈতিক উত্তাপ ও জনমতের আগ্রহ আরও বাড়ছে। স্থানীয় পর্যায়ে নিরাপত্তা, ভোটগ্রহণের স্বচ্ছতা ও সমতার আশ্বাস ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে—বিশেষত যখন প্রতিদ্বন্দ্বিতা তিনদলীয় হয়েছে। ভোটের আগেই দলের স্থানীয় সংগঠনগুলোকে ঐক্য ও কার্যকর মাঠকর্মে জোর দেওয়ার আহ্বান জানাচ্ছেন পক্ষগুলো।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular