ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাশিয়ার প্রস্তাবের দাবি অস্বীকার ইরানের

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাশিয়ার প্রস্তাবের দাবি অস্বীকার ইরানের

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার সেই গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছেন, যেখানে বলা হয়েছিল রাশিয়া ইরানকে একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে বলা হয়, তেহরানের জন্য মস্কো একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করার বিনিময়ে ইরানকে তার ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে।

কানানি এই দাবিগুলোকে “ভিত্তিহীন” এবং “গণমাধ্যমের জল্পনা” বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি দেশের জাতীয় প্রয়োজন অনুসারে এবং পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তির (NPT) অধীনে আন্তর্জাতিক অধিকার ও বাধ্যবাধকতার কাঠামোর মধ্যেই পরিচালিত হয়।

তিনি আরও উল্লেখ করেন যে, মহাকাশসহ বিভিন্ন শান্তিপূর্ণ ক্ষেত্রে রাশিয়া এবং অন্যান্য দেশের সঙ্গে ইরানের প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রয়েছে।

কানানির মতে, এই ধরনের প্রতিবেদনগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলার জন্য তৈরি করা হয়।

মুখপাত্রটি পুনরায় নিশ্চিত করেছেন যে, ইরানের সংসদ কর্তৃক অনুমোদিত “নিষেধাজ্ঞা মোকাবেলার কৌশলগত পদক্ষেপ আইন” (Strategic Action Plan to Counter Sanctions) অনুসারে ইরান তার পারমাণবিক কার্যক্রম গুরুত্বের সাথে অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত সপ্তাহে দ্য নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন, ইসরায়েলি এবং ইউরোপীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই খবরটি প্রকাশ করেছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular