ঢাকা  বৃহস্পতিবার, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধইসকন আখ্যা দিয়ে বাল্যবন্ধুর হাতে নিগৃহীত হলেন দ্যা নিউজ সম্পাদক

ইসকন আখ্যা দিয়ে বাল্যবন্ধুর হাতে নিগৃহীত হলেন দ্যা নিউজ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: গ্রামের বাড়িতে ইসকন আখ্যা দিয়ে দ্যা নিউজের সম্পাদক প্রমিথিয়াস চৌধুরিকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে তারই বাল্যবন্ধু নিজাম মোল্লা ওরফে হালান মোল্লা। ২৯ অক্টোবর বুধবার দুপুরে নিজাম মোল্লার টিনের আড়তে এই ঘটনা ঘটে। এ সময় নিজাম মোল্লার সঙ্গে ছিল শাহিন পেদাসহ ১০-১২ জনের একটি দল।

ঘটনার সূত্রপাত বাসাইল মসজিদের দ্বন্দ্ব সংঘাত ঘিরে। সেই মসজিদের দুটি পক্ষের মামলায় সম্পাদক প্রমিথিয়াস চৌধুরিকে কীভাবে ফাঁসানো যায় তারই পরিকল্পনার অংশ হিসেবে নিজাম মোল্লার টিনের দোকানে প্রমিথিয়াসকে ডেকে নেন নিজাম মোল্লা। সেখানে নিজাম মোল্লা প্রমিথিয়াস চৌধুরিকে অকথ্য ভাষা গালাগালি করে। এক পর্যায়ে তাকে ঘিরে ধরে আগে থেকে ওত পেতে থাকা শাহিন পেদার দলবল। প্রমিথিয়াসকে একলা পেয়ে তারা তাকে চর থাপ্পড় কিল ঘুসি মারতে থাকে। এক পর্যায়ে তার কাছে থাকা ব্যাংকের ছেঁকবই ও খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেয় তারা। এরপর তার স্ত্রীকে গণ ধর্ষণ করার হুমকি দেয়া হয়।

পুরো ঘটনা স্থানীয় আগৈলঝারা থানায় লিখিতভাবে জানিয়েছেন সম্পাদকের পরিবার। পুলিশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করার আশ্বাস দিয়েছেন। দোষীদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি।

সাংবাদিক প্রমিথিয়াস চৌধুরি দ্যা নিউজ অনলাইন পোর্টালের মালিক ও সম্পাদক। দ্যা নিউজ তথ্যমন্ত্রণালয়ের নিবন্ধিত ১৮৮ নং অনলাইন সংবাদ মাধ্যম। দীর্ঘ ১৫-১৬ বছর দ্যা নিউজ অনলাইনে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তিনি সনাতন খাদ্য-ভাস করে থাকেন। তিনি নিরামিষ ভোজন গ্রহণ করে থাকেন নিজের রুচি অনুসারে। তার সঙ্গে ইসকনের বিন্দুমাত্র সম্পর্ক নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular