ঢাকা  শনিবার, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিউপদেষ্টাদের উদ্দেশে ব্যারিস্টার অসীমের হুঁশিয়ারি— “নির্বাচন করতে চাইলে পদত্যাগ করুন”

উপদেষ্টাদের উদ্দেশে ব্যারিস্টার অসীমের হুঁশিয়ারি— “নির্বাচন করতে চাইলে পদত্যাগ করুন”

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা–১০ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে বর্ণাঢ্য গণমিছিল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় নিউমার্কেট ১ নম্বর গেট থেকে শুরু হওয়া গণমিছিলটি ধানমন্ডি ২৭ নম্বর রোডের রাপা প্লাজার সামনে এসে শেষ হয়। বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা এতে অংশ নেন। মিছিল জুড়ে “গণতন্ত্রের মুক্তি চাই”, “ধানের শীষে ভোট দিন”—এমন স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ব্যারিস্টার অসীম বলেন, “উপদেষ্টাদের মধ্যে কেউ যদি নির্বাচনে অংশ নিতে চান, তবে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সরকারের কিছু উপদেষ্টা গোপনে নানা প্রকল্প অনুমোদন করিয়ে জনগণের সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন—এটা জনগণ ভালোভাবে দেখছে।”

তিনি আরও বলেন, “জনগণের কাতারে নেমে আসুন, তাদের রায়ের মাধ্যমে নিজের জনপ্রিয়তা প্রমাণ করুন। ধানের শীষের পক্ষে দেশের মানুষ আবারও জেগে উঠছে।”

গণমিছিলে বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের পাশাপাশি থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular