ঢাকা  মঙ্গলবার, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত

কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখার সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

এছাড়া, আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চালুর পূর্বে কোনো নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট বা জরুরি (ইমার্জেন্সি/ডাইভারশন) ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। এর আগে, গত ২৬ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্তও স্থগিত করা হয়।

চলতি বছরের ২ অক্টোবর থেকে কক্সবাজার দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে চিঠি দেওয়া হয়েছিল।

পরবর্তীতে ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ঘোষণা করা হয়। কিন্তু মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সরকার সেই ঘোষণাটি স্থগিত করেছে।

ফলে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা আপাতত থমকে গেল।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular