ঢাকা  সোমবার, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিককলকাতায় মার্কিন ভিসা পেতে অপেক্ষা করতে হবে ৫০০ দিন

কলকাতায় মার্কিন ভিসা পেতে অপেক্ষা করতে হবে ৫০০ দিন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বি১ ও বি১ ভিসা পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে কলকাতাবাসীদের। দিশটির ভিসা পেতে ৫০০ দিন অর্থাৎ প্রায় দেড় বছর লাগবে। খবর এনডিটিভির।

ভিসা সংক্রান্ত মার্কিন সরকারি ওয়েবসাইট অনুসারে, কলকাতায় বি১ এবং বি২ ভিসার ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে ৫০০ দিন। পশ্চিমবঙ্গের এই শহর থেকে ভিসা পেতে এত দীর্ঘ সময় অপেক্ষা আগে সচরাচর করতে হত না।

যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক প্রয়োজনে যাওয়ার ক্ষেত্রে বি১ ভিসা প্রয়োজন হয়। ঘুরতে যাওয়ার সময় লাগে বি২ ভিসা। পরিবারের সদস্য বা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে, কিংবা চিকিৎসার প্রয়োজনে আমেরিকা যেতে গেলেও বি২ ভিসারই প্রয়োজন হয়। সাধারণত বি১ এবং বি২ ভিসা একই সঙ্গে দেয়া হয়।

কলকাতায় এর আগে এমন চিত্র দেখা যায়নি। ইকোনোমিক টাইমসের প্রতিবেদন বলছে, চলতি বছরের আগস্টে কলকাতায় ২৪ দিনের মতো অপেক্ষা করতে হয়েছিল যুক্তরাষ্ট্রে যাওয়ার বি১ এবং বি২ ভিসার জন্য।

বর্তমানে যুক্তরাষ্ট্রে যাওয়ার বি১ এবং বি২ ভিসার জন্য ভারতের সব শহরেই দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট অনুসারে, দিল্লিতে অপেক্ষা করতে হচ্ছে ৪৩২ দিন। চেন্নাইয়ে এই ভিসার ইন্টারভিউয়ের জন্য ৪৮৬ দিন অপেক্ষা করতে হচ্ছে। একই রকমভাবে মুম্বাইয়ে ৪২৭ দিন এবং হায়দরাবাদে ৪৩৫ দিন অপেক্ষা করতে হচ্ছে ভিসার ইন্টারভিউয়ের জন্য। যদিও এই শহরগুলোতেও আগেও কমবেশি এরকমই অপেক্ষা করতে হত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের অধীনস্থ ব্যুরো অব কনসুলার অ্যাফেয়ার্স জানিয়েছে, ভিসার জন্য কত দিন অপেক্ষা করতে হবে, তা বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে। স্থান-কাল হিসেবে ভিন্ন ভিন্ন শহরে এই অপেক্ষার সময় ভিন্ন ভিন্ন হতে পারে। মার্কিন দূতাবাস এবং উপ-দূতাবাসগুলোতে কর্মীর সংখ্যা, কাজের চাপের ওপর নির্ভর করে এটি বদল হতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular