নিউজ ডেস্ক: একটি কলার দাম ১৫ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮ কোটি টাকা।ভাবতে অবাক লাগলেও এমনটাই হতে যাচ্ছে। নিলামে উঠতে যাচ্ছে এমন একটি কলা যার দাম ১৫-১৬ লাখ ডলার উঠবে বলে ধারণা আয়োজকদের। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
২০১৯ সালে দেয়ালে ডাক্ট টেপ দিয়ে আটকানো একটি কলা ১ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছিল, বাংলাদেশি মুদ্রায় যা দেড় কোটি টাকা। সে সময় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছিল। আবারও সেই আলোচিত শিল্পকর্মটি নিলামে উঠতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান সোদেবিস অকশন এটি নিলামে তুলতে যাচ্ছে।
শিল্পকর্মটির নাম ‘কমেডিয়ান’ । ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের এই শিল্পকর্মটি কিনলে ক্রেতা পাবেন ডাক্ট টেপের রোল আর একটি কলা।
নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, এ শিল্পকর্মে ব্যবহৃত টেপ বা কলা মূল শিল্পকর্মে থাকা একই উপকরণ নয়। নিলামকারী প্রতিষ্ঠানের মুখপাত্র জানিয়েছেন, ‘কমেডিয়ান’ একটি ধারণামূলক শিল্পকর্ম। প্রতিবার ইনস্টল করার সময় নতুন কলা ও টেপ ব্যবহার করা হয়। ২০১৯ সালে আর্ট বেসেল মিয়ামি বিচে প্রথম প্রদর্শিত হয় ‘কমেডিয়ান’।
শিল্পকর্মটির পরিচিতি আরও বেড়ে যায় যখন শিল্পী ডেভিড দাতুনা কলাটি খেয়ে ফেলে বিতর্কের ঝড় তোলেন। তিনি পরে বলেন, ‘এটিও একটি পারফরম্যান্স আর্ট।