ঢাকা  সোমবার, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষকাফরুলে চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৫

কাফরুলে চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৫

নিউজ ডেস্ক : সিলিন্ডার বিস্ফোরণে রাজধানীর কাফরুলে চুলা জ্বালাতে গিয়ে গ্যাস নারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদেরকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) রাতে কালভার্ট স্টিল ব্রিজের পাশে একটি বাসার দ্বিতীয় তলায় এই বিস্ফোরণ হয়।

দগ্ধরা – মো. রাজিব মিয়া (২১), সাহানা আক্তার (২২), সুমি আক্তার (১৮), মো. সুমন মিয়া (২৫) ও সুবর্ণা আক্তার (২২)।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, মিরপুরের কাফরুল এলাকা থেকে দগ্ধ ৫ জনকে রাতে চিকিৎসার জন্য আনা হয়। তাদের মধ্যে রাজিবের শরীরে দগ্ধ হয়েছে ৬ শতাংশ, সুমি দগ্ধ ২ শতাংশ, শাহানা দগ্ধ ৫ শতাংশ, সুমন দগ্ধ ৩ শতাংশ ও ও সুবর্ণা ৫ শতাংশ। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই শঙ্কা মুক্ত।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আসাদুল মন্ডল বলেন, ‘আমাদের বেশির ভাগই গার্মেন্টসে কাজ করি। কাফরুলের ঘটনাস্থলের বাড়ির দ্বিতীয় তলায় আমরা সবাই ভাড়া থাকি। রাতে গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে চুলায় সংযোগ দেয়ার সময় চুলা জ্বালাতে গিয়ে এই বিস্ফোরণ হয়। তখন আগুন নেভাতে গিয়ে অনেকে দগ্ধ হন।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular