• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০২ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৫১ পিএম
কোটা সংস্কার আন্দোলন, সহিংসতা, ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
কোটা আন্দোলন, ৪২ শিক্ষার্থী জামিন

নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মামলায় গ্রেপ্তারকৃত ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত ৩৭ জনে জামিন মঞ্জুর করেন। এছাড়া ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত অপর পাঁচজনের জামিন মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটক হওয়াদের মধ্যে কোনো পরীক্ষার্থী থাকলে তাদের জামিনে মুক্তিতে আইনি সহায়তায় কথা জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে।

ঢাকানিউজ২৪.কম / এস

আরো পড়ুন

banner image
banner image