স্টাফ রিপোর্টার
গাজীপুরে বিদ্যুতস্পৃষ্টে এক ডিস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম রতন মিয়া (৪৫)।
তিনি গাজীপুর মহানগরের ৩০ নম্বর ওয়ার্ড নীলেরপাড়া এলাকার কেরামত আলীর ছেলে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রতন মিয়া তার ছেলে কবিরকে নিয়ে নীলের পাড়া- কানাইয়া সড়কে বৈদ্যুতিক খুটিতে ডিস ও ইন্টারনেটের লাইন মেরামত করতে যান। স্টিলের মই দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে চড়ে কাজ করার সময় তিনি ষ্পৃষ্ট হয়ে নিচে পাকা সড়কে পড়ে জান। এতে তিনি মাথায় আঘাত পান। এসময় নিহতের ছেলের চিৎকারে স্থানীয়রা আহতকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে ওখানে নেয়ার পথে তিনি মারা যান।