ঢাকা  মঙ্গলবার, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতি৪ মাসে রেমিট্যান্স চলতি অর্থবছরে প্রবাসী আয় পৌনে ১০ বিলিয়ন

৪ মাসে রেমিট্যান্স চলতি অর্থবছরে প্রবাসী আয় পৌনে ১০ বিলিয়ন

নিউজ ডেস্ক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় ৯৭৫ কোটি ২০ লাখ ডলার (পৌনে ১০ বিলিয়ন ডলার) এসেছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও ডিজিটাল লেনদেনকে শক্তিশালী করা এই রেমিট্যান্সের প্রচলিত টাকায় মূল্যায়ন প্রতি ডলার ১২২ টাকায় হিসেব করলে তা প্রায় ১ লাখ ১৮ হাজার ৯৭৪ কোটি ৪০ লাখ টাকার সমান।

ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় ১২৬ কোটি ডলার বা ১৫ হাজার ৩৭২ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

অক্টোবরের প্রথম ২৬ দিনে এসেছে ২১৬ কোটি ৬০ লাখ ডলার — দৈনিক গড় প্রায় ৮ কোটি ৩৩ লাখ ডলার।

মাসভিত্তিক প্রবাহ জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ এবং সেপ্টেম্বরেই ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স সর্বোচ্চ ছিল মার্চে ৩২৯ কোটি ডলার এবং পুরো বছর এ আয় দাঁড়ায় ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা পূর্ববর্তী বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি ছিল।

বিশ্লেষকরা বলছেন, স্টেডি রেমিট্যান্স বৈদেশিক মুদ্রা সংস্থান মজবুত রাখছে — তবে প্রবাহ টেকসই রাখতে কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ নীতিতে জোর দেওয়া প্রয়োজন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular