ঢাকা  সোমবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঢাকা মেডিকেল কলেজে ‘ইন্টারনাল মেডিসিন ডে’ উদযাপন

ঢাকা মেডিকেল কলেজে ‘ইন্টারনাল মেডিসিন ডে’ উদযাপন

নিউজ ডেস্ক :    চিকিৎসা শিক্ষা, রোগী সেবা ও গবেষণায় ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের অবদানকে শ্রদ্ধা জানাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে উদযাপিত হয়েছে ‘ইন্টারনাল মেডিসিন ডে ২০২৫’।

রোববার (২ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন।

এতে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট অধ্যাপক, চিকিৎসক ও ঢাকা মেডিকেলে ইন্টারনাল মেডিসিন ডে উৎসব উদযাপন

চিকিৎসা শিক্ষা, রোগী সেবা ও গবেষণায় ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের অবদানের সংক্ষিপ্ত স্বীকৃতি হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজন করা হয় ‘ইন্টারনাল মেডিসিন ডে ২০২৫’।

রোববার বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এ অনুষ্ঠানটি আয়োজন করে; সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, চিকিৎসক ও গবেষকরা এতে অংশ নেন।

অনুষ্ঠান সূচনা করেন ঢাকা মেডিকেল কলেজ মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও সোসাইটির মেম্বার সেক্রেটারি ডা. মোহাম্মদ জাকারিয়া আল-আজিজ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মঞ্জুরুল হক (সহযোগী অধ্যাপক, মুগদা মেডিকেল কলেজ)—বিষয়: ‘রোগী ব্যবস্থাপনা ও মেডিকেল শিক্ষায় ইন্টারনাল মেডিসিনের ভূমিকা’।

প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী; গেস্ট অব অনার ছিলেন অধ্যাপক মো. রাজিবুর আলম, অধ্যাপক ডা. সায়েদুর রহমান ও অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরউদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান, আর ধন্যবাদ জানান ডা. আবুল কালাম মোহাম্মদ সাজেদুর রহমান।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসক উপস্থিত ছিলেন।

বক্তারা ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের রোগ নির্ণয়, সমন্বিত রোগব্যবস্থা ও চিকিৎসা শিক্ষায় অগ্রণী ভূমিকার গুরুত্ব ও ভবিষ্যৎ গবেষণার প্রতি জোর দেন। শেষ পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা চিকিৎসকদের মধ্যে জ্ঞান-বিনিময় ও সহযোগিতা বাড়ায়।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular