ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষজলঢাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দু'জনের

জলঢাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দু’জনের

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি)সকালে মন্থেরডাঙ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন- চৈতনেরঘাট এলাকার মৃত, সিরাজের ছেলে আব্দুস সালাম (৬৫) ও অটোচালক রনি (৩৫)।এ ঘটনায় ট্রাকচালক কারিমুলকে (২২) কে আটক করেছে থানা পুলিশ।

এলাকাবাসি সুত্রে জানা যায়, ঘটনার সময় ঘন কুয়াশায় যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার গোলমুন্ডা এলাকা থেকে জলঢাকা দিকে যাচ্ছিলো। এসময় ডালিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন মারা যান।এতে আহত হন পাঁচজন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রনিকেও মৃত ঘোষনা করেন চিকিৎসক ও আব্দুল গফফার নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন।ঘটনাস্থল থেকে ব্যাটারি চালিত অটোরিকশা ও ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular