ঢাকা  রবিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জাতীয় কন্যা দিবস ২০২৫

জাতীয় কন্যা দিবস ২০২৫

নিউজ ডেস্ক : আজ (৮ অক্টোবর) সারাদেশে নানা কর্মসূচির মধ্যে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস—“আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে। ঝিনাইদহসহ জেলা-উপজেলা পর্যায়ে আলোচনা সভা, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে কন্যা শিশুর অধিকার, সুরক্ষা ও শিক্ষার গুরুত্ব নিয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছে।

ঝিনাইদহে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় কন্যা শিশু, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা কন্যা শিশুকে সমাজের বোঝা হিসেবে দেখা বন্ধে পরিবার ও সমাজকে মূল ভূমিকা রাখতে বলছেন এবং বাল্যবিবাহ, নিপীড়ন ও বিদ্রোহী মনোভাব প্রতিরোধে সচেতনতার ওপর জোর দিয়েছেন। জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উর্দিতে আয়োজনটি চলতি বছরে স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

কুড়িগ্রামে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকালে ফুলকুঁড়ি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও শিক্ষা-বিষয়ক কর্মকর্তা। বক্তারা সমাজের ধ্যান-ধারণা বদলাতে শিক্ষার গুরুত্ব ও পরিবারভিত্তিক সমর্থনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং কন্যা শিশুকে সমান সুযোগ ও সম্মান দিয়ে বেড়ে ওঠার আহ্বান জানায়।

দিবসটির মূল বার্তা—কন্যা শিশুর স্বপ্নকে সম্মান করে তাদের শিক্ষা, পুষ্টি ও সুরক্ষা নিশ্চিত করা—এ বছরও পুনরাবৃত্তি হয়েছে। জাতীয় পর্যায়ে এই দিবসটি ঐতিজ্যবাহী ৩০ সেপ্টেম্বর পালিত হলেও এবারের সরকারি ও স্থানীয় সিদ্ধান্তে অনেক জায়গায় ৮ অক্টোবর অনুষ্ঠানের আয়োজন দেখা গেছে; দেশে কন্যা-শিশুর প্রতি সামাজিক মনোভাব বদলাতে আইন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখতে হবে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন।

স্থানীয় প্রশাসন, বেসরকারি সংস্থা ও কমিউনিটি নেতারা একযোগে কাজ করলে কন্যা শিশুরা যেন নিরাপদ, সুস্থ ও স্বপ্ন দেখার মতো পরিবেশ পায়—এই প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। আগামী প্রজন্ম হিসেবে কন্যা শিশুরা দেশের সমৃদ্ধিতে মূল অবদান রাখবে—এই বিশ্বাসই দিবসটির কেন্দ্রীয় নিশ্চয়তা।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular