ময়মনসিংহ ব্যুরো : দেশের সার্বিক উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি। দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ পাঁচ বছরেই সমৃদ্ধশালী হবে। তাই আমরা দুর্নীতি করব না এবং কাউকেই দুর্নীতি করতে দেব না। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজী ও দুর্নীতিমুক্ত ময়মনসিংহ জেলা গড়ে তোলার ঘোষণা করেন জেলা আমীর মোঃ আব্দুল করিম।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে ত্রিশালের একটি রেস্তোরাঁয় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল করিম।
আলোচনার টেবিল রেখে রাজপথে কেন জামায়াত বিরোধী দলের এর জবাবে ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসন থেকে সংসদ সদস্য প্রার্থী মোঃ আসাদুজ্জামান সোহেল বলেন, পিআর পদ্ধতি ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত আলোচনা ও রাজপথের আন্দোলন চালিয়ে যাবে জামায়াত।
ত্রিশাল উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ.ন.ম. আব্দুল্লাহিল বাকী নোমানের সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবর রশীদ ফরাজী, অধ্যাপক জহিরুল হক, এটিএম মনিরুজ্জামান, এনামুল হক মাস্টার, কামরুজ্জামান শাকিল প্রমূখ।




