ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরজামালপুরে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে পুলিশের মতবিনিময় সভা

জামালপুরে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে পুলিশের মতবিনিময় সভা

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, এবার জেলার জামালপুর সদর, বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ২৩টি গির্জায় বড়দিন উদযাপিত হবে।

এ সময় বক্তারা বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অতীতে কখনও কোন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় উৎসব পালন নিয়ে উদ্বিগ্নতা দেখা যায়নি। এখন কেমন যেন মানুষের মধ্যে উদ্বিগ্নতা দেখা যায়। সবাই স্বাধীনভাবে তাদের ধর্ম-কর্ম করবে এটাই প্রত্যাশা কিন্তু একটি স্বার্থান্বেষী মহল, একটি পরাজিত গোষ্ঠী, দুষ্ট চক্র বিভিন্নভাবে অস্থিতিশীল করার এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য অপকর্ম করে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বাস দেয়া হয়।

সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি, বাংলারচিঠি ডটকমের সম্পাদক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা খ্রিস্টান এসোসিয়েশনের চেয়ারম্যান পাস্টর অনুপ দিও, সেক্রেটারি পারভেজ ইউহোন্না, মাদারগঞ্জ উপজেলার এজি চার্চের পাস্টর সমুয়েল বালা প্রমূখ।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular