নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় নাশকতা মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের ৮ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মেলান্দহে ৩ জন ও মাদারগঞ্জে ৫ জন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান (৩৫), উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান (৪৫), মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মাহমুদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ বুলবুল আহমেদ (৪৫), মাদারগঞ্জের কড়ইচূড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মিন্টু (৪০), চর পাকেরদহ ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আলাল মিয়া ওরফে বিল্লাল হোসেন (৩৫), জোড়খালী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন (৪৬), আদারভিটা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. লেবু মিয়া (৪৪), সিদুলি ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষক লীগের সহ-সভাপতি আবেদ আলী ওরফে ভগো (৬৫)।
পুলিশসূত্রে জানা যায়, সোমবার (২৫ নভেম্বর) রাতে দুই উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতা মামলার এজাহার নামীয় আসামি। নিয়মিত মামলার অংশ হিসেবে দুই উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।



