ঢাকা  মঙ্গলবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে বেসরকারি হাসপাতালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

জামালপুরে বেসরকারি হাসপাতালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : জামালপুর শহরের সর্দারপাড়ায় এমএ রশিদ হাসপাতালে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে জেলার বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের বকুলতলায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে ইতোমধ্যে ঘটে যাওয়া হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। এসব হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। মানববন্ধনে জেলার বেসরকারি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জামালপুর বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতির সভাপতি হারুন-অর রশিদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পী, জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, এমএ রশিদ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ডা. মিজানুর রহমান, শাহ্জামাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল ও হযরত আব্দুল কাদের জিলানী (র.) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান সোহেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ইউনাইটেড ট্রাস্টের এমএ রশিদ হাসপাতালে এসে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে একদল দুর্বৃত্ত। এ সময় চারজন কর্মচারীকে মারধর করে তারা। অতর্কিতে হামলা করে দুর্বৃত্তরা হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসি, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্সরেসহ বিভিন্ন কক্ষ ভাংচুর করে। এতে ২জন কর্মচারী আহত হয়। দুর্বৃত্তরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সবাইকে ভয়ভীতি দেখায়।

বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে জেলায় সব ধরনের বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবু ফয়সল মো. আতিক বলেন, হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular