ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিজ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে আমার দিন শুরু হয় : ফাওজুল...

জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে আমার দিন শুরু হয় : ফাওজুল কবির

নিউজ ডেস্ক : উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে দিন শুরু করতে হয়।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মিলনায়তনে জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি এই কথা জানান।

গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচারে জ্বালানি ট্রাইব্যুনাল গঠন করা দরকার বলেও জানিয়েছেন এই উপদেষ্টা।

জ্বালানি খাতের প্রকল্পে সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে করা সব চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে।’

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আমার প্রতিদিন শুরু হয় জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে। বাংলাদেশে বিদ্যুৎ রফতানিকারী ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ সবসময় আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দেয়।’

হতাশার কথা জানিয়ে ফাওজুল কবির বলেন, ‘৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় কতদিন দিতে পারবে সরকার? বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর খুব চাপ রয়েছে। কতদিন দাম না বাড়িয়ে থাকতে পারবো বলতে পারছি না।’

অনুষ্ঠানে ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জ্বালানিখাতের লুটপাটকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম।

তিনি বলেন, ‘এক্ষেত্রে বর্তমান সরকারের কোনো পিছুটান নেই। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর আগে এখাতের অপচয় ও দুর্নীতি বন্ধের উদ্যোগ নিতে হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular