ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধটিউবওয়েলে চেতনানাশক প্রয়োগ, ইফতারের পর বাড়িতে চোরের হানা

টিউবওয়েলে চেতনানাশক প্রয়োগ, ইফতারের পর বাড়িতে চোরের হানা

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক প্রয়োগের ঘটনা ঘটেছে। ইফতারে সেই টিউবওয়েলের পানি খেয়ে একই পরিবারের ৪ সদস্য অসুস্থ হয়ে পড়লে বাড়িতে হানা দিয়ে নগদ এক লাখ টাকা লুট করে পালিয়েছে চোর চক্র।

শুক্রবার (৭ মার্চ) সন্ধায় উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইক (অটো) চালক আব্দুল হামিদের বাড়িতে চুরির এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সাথে অসুস্থ পরিবারের চার সদস্য শঙ্কামুক্ত থাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছে পরিবারটি।

এ ঘটনায় অসুস্থরা হলেন- ইজিবাইক চালক আব্দুল হামিদ, হামিদের স্ত্রী মালেকা বানু, ছেলে মেহেদী হাসান (২০) ও মেয়ে হিমা আক্তার হাবিবা (১৫)।

আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান মুঠোফোনে বলেন, শুক্রবার বিকেলে শালবাহান বাজার থেকে খাবার নিয়ে বাড়ির সবাই ইফতার করি। ইফতারের সময় শুধু মাত্র বাড়ির টিউবওয়েলের পানি ব্যবহার করেছি। এর পর বাবা (আব্দুল হামিদ) ও আমি বাজারের উদ্দেশ্যে বের হয়ে যাই। পরে বাজারে চোখে ঘুম চলে আসে। আমরা বেশ অসুস্থ বোধ করি। সন্দেহ হলে দ্রুত মোবাইল ফোনে বাড়িতে খবর নেই। এর পর স্থানীয়দের সহায়তা নিয়ে বাড়িতে চলে আসি। এসময় মা ও ছোট বোনকে ঘুমানো অবস্থায় দেখতে পাই। এর মাঝে চোরেরা ঘরে প্রবেশ করে বক্স খাটের (বিছানা) ছোট টুল বক্সের তালা ভেঙে নগদ ১ লাখ টাকা নিয়ে গেছে।

মেহেদী হাসান আরো বলেন, গত কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করছিলাম। স্থানীয় ভাবে চিকিৎসাও চলছিল। বাবার পাশাপাশি আমি বাদামের বীজ কেনাবেচা করে টাকাগুলো রেখেছিলাম। কিছু টাকা নিজের কাছে থাকলেও চোরেরা বাড়িতে রাখা ১ লাখ টাকা নিয়ে গেছে। ঘটনার আগে বিকেলে স্থানীয়রা বাড়ির পাশে একটি সাদা মোটরসাইকেল ও ইজিবাইকে কিছু লোককে দেখেছিল বলে জানান তিনি।

এর আগে জেলার বিভিন্ন স্থানে চেতনানাশক ওষুধ মিশিয়ে এমন একাধিক ঘটনা ঘটেছে।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, চেতনানাশক খাবার খাইয়ে টাকা লুট করার খবর না পেলেও এই মাত্র অবগত হইলাম। আমরা দ্রুত খবর নিচ্ছি, পরিবারটি অভিযোগ করলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular