ঢাকা  মঙ্গলবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedঢাকা দক্ষিণ বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু’র মৃত্যুতে মিলাদ...

ঢাকা দক্ষিণ বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু’র মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদ্য যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মজিবুর রহমান (মজু)র মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর (২০২৫) বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাদ আছর রাজধানীর হাজারীবাগ খলিল সরদার মসজিদ সংলগ্ন নিজ বাসভবনে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন তার পরিবার ও মহানগর দক্ষিণ বিএনপি। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসী অংশ নেন।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মজিবুর রহমান মজু ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

স্বাধীনতার পর ১৯৭৮ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন। পরবর্তী সময়ে দীর্ঘ ৪৮ বছর ধরে তিনি রাজনীতির মাঠে সক্রিয় থাকেন। ১৯৯০ দশক থেকে ২০১০ সাল পর্যন্ত তিনবার তিনি হাজারীবাগ এলাকার কাউন্সিলর নির্বাচিত হন। জনপ্রতিনিধি হিসেবে এলাকাবাসীর কাছে তিনি সেবক ও অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন।রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। নিবেদিতপ্রাণ কর্মী ও দক্ষ সংগঠক হিসেবে তিনি সর্বমহলে সমাদৃত ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

রাজনীতির পাশাপাশি মজিবুর রহমান মজু একজন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হিসেবেও খ্যাতি অর্জন করেন। হাজারীবাগ এলাকায় তার পূর্বপুরুষের বসবাস ছিল, বর্তমানে তার পরিবারও সেখানেই বসবাস করছে। এলাকাবাসীর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে তিনি সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতেন।

তার মৃত্যুতে বিএনপি পরিবারসহ রাজনৈতিক সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular