নীলফামারী প্রতিনিধি: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে নীলফামারী জেলা প্রশাসনের সাবিক তত্ত্বাবধানে জেলা ক্রীড়া অফিস নীলফামারীর বার্ষিক ক্রীড়া কমসূচি ২০২৪-২৫ এর আওতায় নীলফামারীর জেলা পযার্য়ের গ্রামীণ খেলা ও অ্যাথলেটিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নীলফামারী সদর উপজেলার বারুনীর ডাঙা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক) জ্যােতি বিকাশ চন্দ্র।
দীর্ঘ লাফ, উচ্চ লাফ,১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়,৪০০ মিটার দৌড়,বালিশ খেলা, দড়ি খেলা, চাকতি নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজো, হাটে হাড়ি ভাঙা, বউচি, গোল্লা ছুট সহ প্রায় ১৯ টি ইভেন্টে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে।
আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ক্রীড়া অফিসার মো. আবুল হাসেম, নীলফামারী সদর উপজেলার বারুনীর ডাঙা আদশ উচ্চ বিদ্যালয়ের প্রধান টিকেন্দ্রজিত রায় মিরু। এতে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২০ জন শিক্ষথী অংশ গ্রহণ করেন।



