আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্ক ছাড়াও অনেক দেশ আছে যারা ইসরাইলকে সমর্থন করে না। তুরস্ক একমাত্র ইহুদিবিদ্বেষী দেশ নয়।
রাজধানী আঙ্কারায় কেবিনেট মিটিং শেষে সোমবার (২০ নভেম্বর) এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
তিনি বলেন, ‘অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে ইসরাইল ইচ্ছাকৃতভাবে একাধিকবার হামলা করছে। আধুনিক সব ধরনের যুদ্ধসরঞ্জাম ব্যবহার করে ফিলিস্তিনি শিশু, নারী ও বৃদ্ধদের ওপর অমানবিক হামলা চালাচ্ছে। আর এসব হামলার সমর্থন জানাচ্ছে বিভিন্ন পশ্চিমা রাষ্ট্র। এই পাশবিক হত্যাকাণ্ড এবং এতে সমর্থনের জন্য তাদের মানবতার কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
এরদোয়ান ফিলিস্তিনের গাজায় চালানো ইসরাইলি আগ্রাসনকে মধ্যযুগীয় ক্রুসেড এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংস হামলার অনুরূপ বলে দাবি করেন। ইসরাইলকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তুরস্কের ইতিহাসে ইসরাইলের মতো এমন কলঙ্ক নেই।’
ঢাকানিউজ২৪.কম / কে এন
আপনার মতামত লিখুন: