ঢাকা  শুক্রবার, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঢাবি থেকে জাকিরকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার দাবি : শিক্ষার্থীরা

ঢাবি থেকে জাকিরকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার দাবি : শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: তুলনামূলক ধর্মতত্ত্ব ও মানবতাবাদী কর্মকাণ্ডের স্বীকৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বক্তা ড. জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার দাবি জানিয়েছেন একদল শিক্ষার্থী।

সোমবার (৩ নভেম্বর) তারা উপ-উপাচার্য (প্রশাসন) বরাবর স্মারকলিপি জমা দিয়ে দাবি-নিবেদনপত্র হস্তান্তর করেন ও সংবাদ সম্মেলন করেন।

শিক্ষার্থীরা বলছেন, ড.জাকির নায়েক কেবল ইসলাম প্রচার করেননি, মানবকল্যাণ ও শিক্ষা ক্ষেত্রেও আন্তর্জাতিকভাবে সক্রিয়, তার প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড এইড’ সংস্থার মাধ্যমে বহু শিক্ষার্থী বৃত্তি ও সহায়তা পাচ্ছে।

তারা উল্লেখ করেছেন যে ভারতের রাজনৈতিক বাধার ফলে তিনি দেশত্যাগে বাধ্য হলেও মালয়েশিয়া তাকে স্বাগত জানিয়েছে; তাই ঢাবি তাকে সম্মানসূচক উপাধি দিলে দেশের সুনাম বাড়বে।

শিক্ষার্থীরা একটি বিশেষ সমাবর্তনের মাধ্যমে ডক্টরেট প্রদান করার অনুরোধ করেছেন।

এদিকে স্মারকলিপি দেওয়ার সময় তারা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের ওপর বাড়তে থাকা হিংসা, বুলিং ও সাইবার হ্যারাসমেন্টেরও প্রতিকার দাবি করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরিচ্ছন্ন, দ্রুত কার্যকর কমিটি গঠনের মাধ্যমে অভিযোগ অনুসন্ধান ও দোষীদের শাস্তির ব্যবস্থার তাগিদ দেন তারা।

উপাচার্য বরাবর জমা দেওয়া স্মারকলিপিতে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় দ্রুত ব্যবস্থাগ্রহণ করে সম্মানসূচক ডক্টরেটের বিষয়টি বিবেচনা করবে এবং ক্যাম্পাস নিরাপত্তা ও নৈতিকতা প্রতিপালনে কার্যকর পদক্ষেপ নেবে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular