ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাজবি শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে পদযাত্রা র ঘোষণা

জবি শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে পদযাত্রা র ঘোষণা

নিউজ ডেস্ক : সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ ৩ দফা দাবির বিষয়ে কোনো অগ্রগতি না হলে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে সচিবালয়ের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এক প্রেস ব্রিফিংয়ে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে সব শিক্ষার্থীদের পক্ষে ঘোষণা দেন বোটানি বিভাগের শিক্ষার্থী এ কে এম রাফি।

শিক্ষার্থীদের তিন দফা দাবী— দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করতে হবে, শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে।

সোমবার সকালে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব গেটে তালা ঝুলিয়ে ‘কমপ্লিট’ শাটডাউনের ঘোষণা দেন অনশনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশকারী শিক্ষার্থীরা। তালা ঝোলানোর কারণে ক্যাম্পাসের মধ্যে কোনো প্রকার যানবাহন ঢুকতে পারেনি। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রাখা হয়।

একই দাবিতে রোববার সকাল সাড়ে ৮টা থেকে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে প্রায় ১৪ জন হাসপাতালে ভর্তি হন। উপাচার্যের বারবার অনুরোধেও অনশন ভাঙেননি শিক্ষার্থীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular