নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য রুহুল আমিন ভূইঁয়া বলেছেন, ফ্যাসীবাদ মুক্ত পরিবর্তীত নতুন বাংলাদেশের মানুষ জামায়াত নেতৃত্বের ব্যাপারে ক্রমাগত আশাবাদী হয়ে উঠছে।
গতকাল রোববার (২ মার্চ) চন্দ্রগঞ্জ জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও ইউনিয়ন আমির সেক্রেটারিদের সম্মানে আয়োজিত রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় একথা বলেন।
জেলা আমীর বলেন, জামায়াতের কর্মীরা ইতিবাচক কর্মতৎপরতার মাধ্যমে ইতোমধ্যে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে।
এ সময় তিনি আরও বলেন, কোরাআন নাযিলের মাস রমজান মাস এই মাসে মানুষের ঘরে ঘরে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিতে হবে।
চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাছেলের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁনের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, মাস্টার মোস্তফা মোল্লা, উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. কাউছার হামিদ, বাইতুল মাল সম্পাদক মাওলানা কবির আহমদ, কর্মপরিষদ সদস্য, মাওলানা আব্দুল হাই, মাস্টার শাহআলম, মাস্টার সাইফুদ্দিন, আবিদুর রহমান, ডা. আনোয়ার হোসেন, আব্দুল খালেক সহ চন্দ্রগঞ্জ থানার অন্তর্ভুক্ত সকল ইউনিয়নে আমির সেক্রেটারি বৃন্দ।