ঢাকা  শনিবার, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নবীন সৈনিকের শপথ: এএসসি ও এএমসি কুচকাওয়াজ

নবীন সৈনিকের শপথ: এএসসি ও এএমসি কুচকাওয়াজ

নিউজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর (এএসসি) ও আর্মি মেডিকেল কোর (এএমসি)-এর রিক্রুট ব্যাচ-২০২৫-এর কুচকাওয়াজ বুধবার (১৫ অক্টোবর) জাহানাবাদ ও ঘাটাইল সেনানিবাসে অনুষ্ঠিত হয়ে নতুন ৬০৬ জন নবীন সৈনিক আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে জাতীয় পতাকা ওবদ্ধ রাখার প্রতিজ্ঞা ব্যক্ত করেছে।

জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

একই দিনে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল কর্তৃক আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। উভয় কুচকাওয়াজে প্রধান অতিথিরা প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

প্রধান অতিথিরা নবীন সৈনিকদের উদ্দেশে বলেন, সেনাবাহিনী দেশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বহন করে চলেছে; আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়িয়ে জাতীয় প্রয়োজনে নিজেকে প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাসহ নবীনদের পরিবারবর্গ ও গণমাধ্যম অংশ নেন।

কুচকাওয়াজে এ ব্যাচ থেকে সেরা রিক্রুট হিসেবে নির্বাচিত হন মো. সাকিবুল ইসলাম; দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মো. সোলাইমান মৃধা ও মো. শামীম হোসেন। প্রধান অতিথি তাদের হাতে পুরস্কার তুলে দেন।

এই সময় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৬০৬ জন রিক্রুট শপথ নেন—সংস্কারশীল শৃঙ্খলা ও উদ্যম নিয়ে তারা এখন দেশসেবায় যুক্ত হয়েছে।

প্রতি বছরের রিক্রুট ব্যাচ-সমাপনী কুচকাওয়াজে সৈনিকরা প্যারেড কৌশল, আনুগত্য ও শৃঙ্খলার পরিচয় প্রদর্শন করে; এতে নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে যোগদান করে এবং বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ সমাপ্তির পর দায়িত্বপ্রাপ্ত হয়।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular