ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনান্দাইলে ধর্ষকের বিচার চেয়ে মানববন্ধন

নান্দাইলে ধর্ষকের বিচার চেয়ে মানববন্ধন

জালাল উদ্দিন মন্ডলঃ ময়মনসিংহের নান্দাইলে গোলাম হোসেন নামে এক ধর্ষকের বিচার চেয়ে মানবন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

রোববার (১৮ মে) নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ বছর বয়সী শিশু ধর্ষণকারী গোলাম হোসেন (৭৫)কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী।

মানবন্ধনে অংশগ্রহনকারীরা পুলিশ প্রশাসনের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে বলেন, থানায় অভিযোগ দায়েরের ৫ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত ধর্ষক গ্রেফতার না হওয়ার বিষয়টি অতীব দু:খজনক। তাই অবিলম্বে গ্রেফতারের দাবী জানায় তাঁরা। জানাগেছে, অভিযুক্ত গোলাম হোসেন নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের মৃত আসমত আলীর পুত্র। গত ১৩ই মে একই গ্রামের প্রতিবেশী ১১ বছরের শিশু কন্যাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাটক্ষেতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে শিশুটি আহত হলে পরিবারের লোকজন মেয়েলি অসুখ হয়েছে বলে বিষয়টি প্রথমে এড়িয়ে যান। পরবর্তীতে মেয়ের নিকট থেকে ধর্ষণের বিষয় জানতে পেরে ওই শিশুর পিতা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনায় ১৪ মে শিশুটির জবানবন্ধী ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular