ঢাকা  সোমবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ইসি: সার্ভার স্টেশন নির্মাণে ২৪ ডিসিকে ভূমি বরাদ্দ চাওয়া

ইসি: সার্ভার স্টেশন নির্মাণে ২৪ ডিসিকে ভূমি বরাদ্দ চাওয়া

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) দেশের উপজেলা-জেলা পর্যায়ে নির্বাচনী ডেটাবেস পরিচালনার জন্য সার্ভার স্টেশন নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে ২৪ জন জেলা প্রশাসকের কাছে ভূমি বরাদ্দের অনুরোধ জানিয়েছে।

ইসির গবেষণা ও প্রকাশনা শাখার উপ-প্রধান (উপ-সচিব) মুহাম্মদ মোস্তফা হাসানের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘উপজেলা/থানা, জেলা ও আঞ্চলিক সার্ভার স্টেশন নির্মাণ এবং জেলা সার্ভার স্টেশন ভবন উর্ধ্বমুখী সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের ডিপিপি পর্যালোচনায় পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্প অনুমোদনের আগে ভূমি বরাদ্দ নিশ্চিত করা জরুরি।

ইসি জানায়, ঢাকা আঞ্চলিক অফিসসহ একটি আঞ্চলিক নির্বাচন অফিস, দুটি জেলা নির্বাচন অফিস ও ৩২টি উপজেলা নির্বাচন অফিসের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ চাওয়া হয়েছে।

ইসির অনুরোধকৃত ২৪ জেলা-র তালিকায় ঢাকা, গাজীপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, দিনাজপুর, বরগুনা, মেহেরপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের নাম রয়েছে।

পাশাপাশি ৩২টি উপজেলার নাম ও প্রতিটি ইউনিটে বিধৃত ন্যূনতম জমি-ক্ষেত্রও চিঠিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

ইসি সূত্রে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় পরিচয় সংক্রান্ত সেবাসহ ডিজিটাল নির্বাচন কার্যক্রম সুষ্ঠু চালাতে আধুনিক সার্ভার এবং নিরাপদ ভবন অপরিহার্য।

জেলা প্রশাসকদের দ্রুত ভূমি চাহিদা সুপারিশ করে তা সিনিয়র সচিব বরাবর প্রেরণের অনুরোধ করা হয়েছে, যাতে পরিকল্পনা কমিশনের অনুমোদন হলে প্রকল্প তৎক্ষণাৎ বাস্তবায়ন করা যায়।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular