ঢাকা  মঙ্গলবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাবি সাধারণ সম্পাদক সৈকত রিমান্ডে

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাবি সাধারণ সম্পাদক সৈকত রিমান্ডে

নিউজ ডেস্ক:   নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত ধানমন্ডি থানার হত্যা মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

এছাড়া উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণেরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকালে তানভীর হাসান সৈকত ও মো. আসাদুর রহমান কিরণকে আদালতে হাজির করা হয়। এরপর উত্তরা ধানমন্ডি থানায় হত্যা মামলায় সৈকত ও উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় কিরণের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ডে মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সাইন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোঁড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট বিকালে মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় সৈকত ২৬ নাম্বার এজাহারনামীয় আসামি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular