নীলফামারী প্রতিনিধি: মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কী মানুষ পেতে পারেনা-ভূপেন হাজারিকার বিখ্যাত গানের সাথে তাল মিলিয়ে মানবিক কাজ করে চলেছে আমাদের প্রিয় সৈয়দপুর নামে একটি সামাজিক সংগঠন।
সংগঠনটি প্রতিবছর নানা ধরণের কাজ করে সকলের নজরে এসেছে। তারই ধারাবাহিকতায় এবারও সংগঠনটির সদস্যরা এক টাকায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে জামা বিক্রি করে দৃষ্টান্ত ও উদাহারণ স্থাপন করেছে।
শনিবার ১ টাকায় ঈদের নতুন জামা কর্মসূচির মধ্যেই গরীব মানুষদের মাঝে সেমাই চিনি দুধ ও নগদ অর্থ প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে। মানবিক এই কার্যক্রম চলবে চাঁদ রাত পর্যন্ত।
মানবিক এই কাজে আছেন এপিএস এর ওয়াকার আনসারী, এসরার আনসারী, নওশাদ আনসারী, সামিউল আলিম, অনলী রাজা, আরিফ, রাব্বি সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ। এতে সুবিধা পাচ্ছেন ভবঘুরে, ভিক্ষুক, অসহায় ও গরিব মানুষ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক নওশাদ আনসারী জানান, সুবিধাবঞ্চিত, শিশুদের জন্যই আমাদের এ আয়োজন। যেসব শিশু ঈদের নতুন পোশাক কিনতে পারেনি তারা স্বচ্ছন্দে আমাদের প্রিয় সৈয়দপুরের দোকান থেকে ১ টাকায় নিজের পছন্দের পোশাক নিতে পারবে।
তিনি বলেন, সংগঠনের সদস্যরা ব্যক্তিগত অর্থ ব্যয় করে সুবিধা বঞ্চিত শিশুদের নতুন জামা দেওয়ার এই আয়োজন করেছে। এছাড়া আমরা গরীব দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও সেমাই চিনি দুধ বিতরণ কর্মসূচি শুরু করেছি। যা ঈদের আগের দিন পর্যন্ত চলবে।




