নিউজ ডেস্ক : নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) চারটি শিল্প প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে কারখানাগুলোর কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের নোটিশ জারি করে। বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো— মেইগো বাংলাদেশ, ইপিএফ প্রিন্টিং লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড।
কর্তৃপক্ষের জারি করা নোটিশে জানানো হয়েছে, শনিবার (২৫ অক্টোবর) কিছু শ্রমিক কর্মস্থলে না গিয়ে কারখানার মূল ফটকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তারা অন্যান্য শ্রমিকদেরও কাজে যোগ না দিতে উদ্বুদ্ধ করেন, ফলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। শ্রমিকদের আলোচনার মাধ্যমে দাবি-দাওয়া নিষ্পত্তির আহ্বান জানানো হলেও তারা কাজে ফিরতে অস্বীকৃতি জানান।
নোটিশে আরও বলা হয়েছে, শ্রমিকদের এ ধরনের কার্যক্রম বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ অনুযায়ী বেআইনি ধর্মঘটের আওতায় পড়ে। শ্রমিকদের বাধা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে উৎপাদন চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।
ফলে আইন অনুযায়ী রবিবার থেকে চারটি কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে নিরাপত্তা ও জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম এই সিদ্ধান্তের বাইরে থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় নোটিশের মাধ্যমে কারখানা খুলে দেওয়া হবে।
ঢাকানিউজ২৪/মহফ




