পঞ্চগড় প্রতিনিধি: শনিবার সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। তারই প্রেক্ষিতে পঞ্চগড়ে ১ লাখ ৬১ হাজার ১৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তবে অসুস্থ শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো যাবে না। এ কার্যক্রমে দুই হাজার ১৫২ জন স্বেচ্ছাসেবী, এক হাজার ৭৬ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে কাজ করবে।
জা্না যায়, এদিন ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৮ হাজার ৪৩০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪২ হাজার ৭২২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা বিভাগের বাস্তবায়নে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা.মিজানুর রহমান এ তথ্য জানান।
এসময় নিউট্রিশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী মহিবুল্লাহ,জেলা ইপি আই সুপার ভাইজার হাসিবুল রহমান শাহ লাবুসহ পঞ্চগড় জেলায় কর্মরর্ত প্রিন্ট, ইলেকট্রোনিক ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।