পঞ্চগড় প্রতিনিধি : বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার পঞ্চগড়ে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস ।
সকালে পঞ্চগড় সোনার বাংলা ফাউন্ডেশন ও অ্যারিজোনা সেন্টার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিসহ সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ পঞ্চগড় ডায়ালাইসিস সেন্টারের সকল কর্মীবৃন্দ এবং রোগীরা এতে অংশ নেয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায়
সোনার বাংলা ফাউন্ডেশন এর মেডিকেল অফিসার কামাল মোহাম্মদ আসাদুজ্জামান অমিত, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আতাউর রহমান আরিফ বক্তব্য দেন।