ঢাকা  মঙ্গলবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতপদধারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

পদধারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই (২) নেতাকে গ্রেফতার করেছে গাইবান্ধা পুলিশের একটি টিম। গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে সুত্রমতে জানা গেছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা (৫০)। তিনি শহরের খানকা শরীফের মৃত মোখলেছার রহমানের ছেলে। গ্রেফতারকৃত অন্যজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সহ-সভাপতি খন্দকার তানভীর আহমেদ (৩০)। তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রোববার রাতে শহরের ১নং রেলগেট এলাকা থেকে মাসুদ রানাকে এবং হাসপাতাল রোড এলাকা থেকে তানভীর আহমেদকে গ্রেফতার করা হয়।এর আগে জেলা শহরে সুদকারবাড়ীকে কেন্দ্র করে মাসুদ রানার হাতে বলি হন হাসান নামক একজন ব্যবসায়ী।

ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজনই এজাহারভুক্ত আসামি। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে এজহারভুক্ত অন্যান্য আসামীদের ধরার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular