ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরংপুরপীরগঞ্জে শহীদ আবু সাঈদ স্বরণে পিপিআরসি’র শীতবস্ত্র বিতরন

পীরগঞ্জে শহীদ আবু সাঈদ স্বরণে পিপিআরসি’র শীতবস্ত্র বিতরন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর উদ্যোগে শহীদ আবু সাঈদ স্মরণে রংপুর জেলার পীরগঞ্জের বাবনপুর মাদ্রাসা মাঠে স্থানীয় সুবিধাবঞ্চিত ৭ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচিতে সহযোগিতা করেছে বিকাশ, ব্র্যাক, সিনিয়র সিটিজেন্স সোসাইটি এবং শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন। বস্ত্র বিতরণ ও স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্র্যাকের রংপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর একে এম জাহিদুল ইসলাম, পিপিআরসি’র ম্যানেজার কমিউনিকেশন জয়ন্ত পাল, ব্র্যাক অ্যাডভোকেসি প্রোগ্রামার মুসা মিয়া, শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, মনজুর হোসেন ও আব্দুল আহাদ, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রহুল আমীন প্রমুখ।

কম্বল বিতরনের পুর্বে এক অডিও বার্তায় তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাকের চেয়ারপারসন এবং পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আবু সাঈদের আত্মত্যাগ জুলাই-আগষ্টের গণঅভুত্থানকে বেগবান করেছিল। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পিপিআরসির পক্ষ থেকে “গেল বছরের অক্টোবর মাসে পীরগঞ্জের বাবনপুর মাদ্রাসা মাঠে একটি হেলথ ক্যাম্প করেছিলাম। এবারে একই সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার সূত্র ধরে শীর্তার্তদের মাঝে বস্ত্র বিতরণ ও স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হচ্ছে।” পিপিআরসি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রয়াত আবু সাঈদ, যিনি জুলাই আন্দোলনে গুরুত্ব ভূমিকা পালন করেছিলেন। তার স্মৃতিকে শ্রদ্ধা জানাতেই এ আয়োজনটি করা হয়েছে। কম্বল ও চাদর বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষদের সহায়তা এবং স্কুল ব্যাগ প্রদানের মাধ্যমে শিশুদের শিক্ষা উপকরণ সহজলভ্য করার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

পিপিআরসি মনে করে, এ উদ্যোগটি প্রয়াত আবু সাঈদের স্মৃতি ধারণ করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular