
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌরসভার ময়লার গাড়ির ধাক্কায় হাফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাফিজুর রহমান বাবু পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মাষ্টারের ছেলে।
নিহতের ছোট ভাই হারুন অর রশিদ জানায়, রোববার সকাল ৬টার দিকে কোটভবর্ন এলাকার বাসা থেকে প্রতিদিনের মতো হাঁটাহাঁটি করতে বের হন আজিজুর রহমান। হাঁটতে গিয়ে থানার সামনে কলেজ রোডে পৌরসভার ময়লার একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৯ টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকানিউজ২৪.কম / কে এন
আপনার মতামত লিখুন: