ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশোক সংবাদপ্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম বেদু আর নেই

প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম বেদু আর নেই

নিউজ ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য, আমিনুল ইসলাম বেদু আর নেই। রবিবার ভোর ৫টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়—স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের লাশ বারডেম হাসপাতাল হিমাগারে রাখা হয়েছে। তাঁর দুই মেয়ে বিদেশ থেকে আসার পর মরহুমের নামাজে জানাজা আগামী বুধবার উত্তরা ৫নং সেক্টরের জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, উওরা সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হুমায়ুন কবির ও সভাপতি জুয়েল আনান্দ, আমিনুল ইসলাম বেদু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular