ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়বাংলাদেশি নাগরিককে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

বাংলাদেশি নাগরিককে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের সুইডাঙ্গা সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিককে হত্যার গুলি করে প্রতিবাদে রবিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিক্ষোভ মিছিল মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শের ই বাংলা পার্কের পাশে ঘন্টাব্যাপী ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে সদর উপজেলা সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে বৃিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, জেলা জাগপার সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জেলা যুব জাগপা সভাপতি কামরুল ইসলাম কুয়েত, সদর উপজেলা জাগপা সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোকন ইসলাম, জেলা যুব জাগপা সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম, জাগপা ছাত্রলীগ সভাপতি সেলিম হোসেন, পৌর যুব জাগপা সভাপতি আরিফ হোসেন বক্তব্য দেন। বক্তারা বলেন, বিএসএফ সীমান্তে পাখির মতো বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে। শনিবার সদর উপজেলার ভিতরগড় সীমান্তে আল আমিন নামে এক যুবককে গুলি করে হত্যা করে লাশ নিয়ে গেছে। গত কয়েক মাসে জেলার বিভিন্ন সীমান্তে ৪/৫ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধ না হলে জাগপা ভারতমুখী গণমিছিল কর্মসূচি ঘোষণা করবে।

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি যুবক আল আমিনকে গুলি করে নিহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপার) সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শনিবার (৮ মার্চ) রাতে এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, পঞ্চগড়ের সদর উপজেলার ভিতরগড় সীমান্তে প্রায় ১৫ জনের একটি দলের উপরে অকারণেই ভারতীয় বিএসএফ গুলি চালিয়েছে। ৩৬ বছরের আল আমিনকে হত্যা করে তার লাশ ভারতে নিয়ে যায়। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, ভারত সরকার সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করছে। পবিত্র রমজান মাসেও সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলি থামেনি। অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি, নতজানু পররাষ্ট্রনীতি ত্যাগ করুন। মাথা উঁচু করে বাঁচতে শিখেন, ইজ্জতের সঙ্গে আমাদের বাঁচতে দিন। বাংলার মাটিতে আমরা আর আধিপত্যবাদ মেনে নিতে প্রস্তুত নই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular