ঢাকা  বৃহস্পতিবার, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির আশাবাদ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির আশাবাদ

নিউজ ডেস্ক: পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার  খাদ্য ও ভূমি  উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে খাদ্য   মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। উপদেষ্টা পাকিস্তানের হাইকমিশনারকে  বাংলাদেশে স্বাগত জানান। এ সময় পাকিস্তান থাকে চাল আমদানিসহ

দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার হয়। উল্লেখ্য পাকিস্তান থাকে জি টু জি ভিত্তিতে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে গত ১৪.০১.২০২৫ ইং তারিখে  সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

খাদ্য উপদেষ্টা আঞ্চলিক সংযোগের উপর গুরুত্বারোপ করে বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাকিস্তানের করাচী বন্দর  থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। পূর্বে পাকিস্তানী পণ্য তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে আমদানি হতো।এতো সময় এবং খরচ বৃদ্ধি পেতো।

পাকিস্তানের হাইকমিশনার  উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং ভ্রাতৃপ্রতিম দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যানে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত  পাকিস্তানের পলিটিক্যাল কনসুলার কামরান ডঙ্গল, খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ/এস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular