ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডবাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ১০ দফা দাবি

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ১০ দফা দাবি

সুমন দত্ত: শিক্ষা ব্যবস্থায় বিরাজমান বৈষম্য, অনিয়ম ও অসংগতি দূরীকরণের লক্ষ্যে মাদরাসা সহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ১০ দফা দাবিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মিজানুর রহমান। উপস্থিত সাংবাদিকদের লিখিত বক্তব্য পাঠ করে শোনান সংগঠনের মহাসচিব মো. শান্ত ইসলাম।

এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন, শাহ মো. কবির, তাজুল ইসলাম, সহ সভাপতি খন্দকার বিল্লাল আহমেদ পলাশ, মো. আবু বকর সিদ্দিক, আবদুল লতিফ, মো জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব মো. মনিরুজ্জামান, অর্থ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, মোশতাক আহমেদ, সম্পাদক মণ্ডলীর সদস্য মো. কামাল সিদ্দিক, আনোয়ার হোসেন, প্রশান্ত, কেন্দ্রীয় নির্বাহী সদস্য: মো. শহীদুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম, সাজেদুল ইসলাম।

সভাপতি মিজানুর রহমান বলেন, আজ শিক্ষকদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। টিভি খুলেই দেখি শিক্ষকদের জোর করে স্বাক্ষর নেওয়া হচ্ছে। এটা কী ধরনের শিক্ষা? এই শিক্ষা আমরা ছাত্র ছাত্রীদের দেইনি।

আজ শিক্ষকদের দাবি আন্দোলনে পুলিশ দিয়ে নির্যাতন করা হয়। এটা কাম্য নয়। আমাদের কে যে ভাতা দেওয়া হয় তা অত্যন্ত নগণ্য। বাড়ি ভাড়া হিসেবে ১০০০ টাকা ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা। যা বর্তমান বাজারের তুলনায় কিছুই না। এসব ভাতা হাস্যকর। সরকারের কাছে আমাদের দাবি যেসব ভাতা আমাদের দেওয়া হয় তা যেন যৌক্তিক হয়।

মহাসচিব শান্ত ইসলাম বলেন, আমাদের কে রাজপথে এনেছে বৈষম্য। এই বৈষম্য সরকারকে দূর করতে হবে। আমাদের দাবি না মানা হলে আগামীতে আমরা কঠোর কর্মসূচি দেব।

সরকারের কাছে ১০ দফা দাবি পেশ করেছে মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। দাবিগুলো হচ্ছে

১. মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ।
২. বেসরকারি শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদান।
৩. সম্মানজনক বাড়ি ভাড়া প্রদান।
৪. চিকিৎসা ভাতা প্রদান।
৫. মহার্ঘ্য ভাতা প্রদান।
৬.মাদরাসায় কর্মরত বৈষম্যের শিকার সহকারী শিক্ষকদের ১৬ বছরে অষ্টম গ্রেড প্রদান।
৭.মাদরাসায় কর্মরত বৈষম্যের শিকার সকল প্রভাষকদের ১৬ বছরে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।
৮. এবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড প্রদান।
৯. অবসরে তিন মাসের মধ্যে কল্যাণ ও অবসর ভাতা প্রদান।
১০. ইএফটি-তে বেতন ভাতা প্রদান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular