ঢাকা  সোমবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবায়তুল মোকাররমের পাশ থেকে স্টেডিয়াম সরানোর দাবি

বায়তুল মোকাররমের পাশ থেকে স্টেডিয়াম সরানোর দাবি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশে অবস্থিত জাতীয় স্টেডিয়ামে গান-বাজনা হওয়ায় এটিকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।

শুক্রবার (১০ অক্টোবর) পবিত্র কোরআন অবমাননাকারীর বিচার, জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৭ দফা দাবিতে জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এক সমাবেশে তিনি এ দাবি জানান।

মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশে জাতীয় স্টেডিয়াম। এই স্টেডিয়ামে গান-বাজনা হয়।

খেলার নামে, বিনোদনের নামে অ-ইসলামিক অনেক কার্যকলাপ হয়। তাই জাতীয় মসজিদের আশপাশের এলাকায় নাচ-গান এবং কোনো ধরনের গানের অনুষ্ঠান করতে দেওয়া হবে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই সরকারের উচিত প্রয়োজনে বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে জাতীয় স্টেডিয়াম সরিয়ে অন্য কোথাও স্থানান্তর করা। স্টেডিয়ামের এই জায়গাকে সরকারি অন্য কোনো গুরুত্বপূর্ণ অফিস, আদালত স্থাপন করে কাজে লাগানোর জন্য আমি সরকারের জোর দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এই দেশের মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি আছে। ইসলামের অবমাননা, নবীর অবমাননা, কোরআনের অবমাননা আমরা বরদাশত করব না।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular