
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে লক্ষ্মীপুরের রায়পুরে বিক্ষোভ মিছিল করেছে
বিএনপির নেতাকর্মীরা।
এসময় তারা লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়কের উপজেলা প্রসাশন আর্ট স্কুলের সামনে থেকে মিছিল শুরু করলে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে সেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার ফয়সাল ও উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয়কে নেতৃত্ব দিতে দেখা যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিন ফারুক মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা সংলগ্ন হরতাল সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা করলে সাথে সাথে পুলিশের ধাওয়ায় তা পন্ড হয়ে যায়। এছাড়াও শহরের কোথাও যেন অপ্রীতিকর কিছু না ঘটে তাতে রায়পুর থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কে এন
আপনার মতামত লিখুন: